Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
চরকাশিমপুর শ্রী শ্রী কুশল চাঁদ আশ্রম
বিস্তারিত

শত বছরের কাল পরিক্রমায় পাইকপাড়া ইউনিয়নস্থিত চরকাশিমপুর গ্রামে শ্রীশ্রী কুশল চাদেঁর মন্দির রয়েছে। এই মন্দিরে প্রতি বছর  মহাসমারোহে তিন দিনব্যাপী বিভিন্ন পুজা ও অনুষ্ঠান হয়ে থাকে। এ পুজানুষ্ঠানের মধ্যে রয়েছে— প্রথম দিন অধিবাস ও সমবেত উপাসনা। দ্বিতীয় দিন উষালগ্নে মঙ্গল আরতি, প্রভাতী শিবসঙ্গীত, শিবপূজা, বিষ্ণুপূজা, গুরুপূজা, সপ্তসতী চণ্ডী পাঠ, পুষ্পাঞ্জলি ও দুপুরে মহাপ্রসাদ বিতরণ। বিকালে ধর্মসভা ও বিশ্বশান্তিকল্প্পে সমবেত প্রার্থনা এবং রাতে স্মৃতি মন্দিরে মহাশক্তির পূজা ও সমবেত প্রার্থনা। তৃতীয় দিন শীতলা দেবীর পূজা ও হোম। এ উপলক্ষে বিভিন্ন জেলা সহ  বাংলাদেশের বিভিন্ন জেলা হতে বহু পুন্যার্থীর শুভাগমন ঘটে।